সরকার পতন আন্দোলন ঠেকান যাবে না : ফখরুল

- আপডেট সময় : ০৫:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা । খুলনায় বিএনপির গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন বাধাই সরকার পতনের আন্দোলনকে ঠেকাতে পারবে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, খালেদাজিয়ার মুক্তি সহ বেশকিছু দাবিতে এই কর্মসূচি ডাকা হয়। শত বাধা পেরিয়ে সমাবেশস্থলে জড়ো হয়েছেন হাজার হাজার নেতাকর্মী।
পথে পথে তল্লাশী, গণগ্রেফতাসহ নানা বাধা কাটিয়ে খুলনা নগরীর ডাকবাংলো চত্বরে গেলো রাত থেকেই হয়েছেন জেলা-উপজেলার নেতাকর্মীরা। বালুভর্তি ট্রলার, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেল এবং হেঁটেই সমাবেশস্থলে পৌঁছান তারা। এর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত সমাবেশে পৌঁছাতে অনেকে রেলপথ ব্যবহার করেছেন। স্টেশনে বাধা পেয়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ইটপাটকেল ছুঁড়লে রেলস্টেশনে গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে। সমাবেশ মঞ্চ থেকে শিববাড়ি মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এলাকায় টানানো হয়েছে ১২০টি মাইক। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্নে ক্লোজ সার্কিট ক্যামেরা বসেছে। ড্রোন ক্যামেরার নজরদারিও রয়েছে। শৃঙ্খলার দায়িত্বে আছেন ৪’শ স্বেচ্ছাসেবক।