সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
- আপডেট সময় : ০১:১৮:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। রাজধানী উত্তরার আবদুল্লাহপুর থেকে বেলা ১১টার দিকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা পূর্ব সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এক দফা দাবি আদায় করাই বিএনপি লক্ষ্য।
উত্তাপ রাজপথে আওয়ামী লীগের বাধা অতিক্রম করেই জয় ছিনিয়ে আনতে হবে। আওয়ামী লীগ শান্তি মিছিলে নামে অশান্তি মিছিল করে জানিয়ে তিনি বলেন, ছাড় দেয়ার দিন শেষ, আর কোন ছাড় দেয়া হবে না। সকল অত্যাচারের জবাব দেয়া হবে। রাজধানীর আবদুল্লাহপুর থেকে শুরু হওয়া পদযাত্রা শেষ হবে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে। এর আগে সকাল থেকেই পদযাত্রায় অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। বিএনপি ও সমমনা দলগুলো পূর্বঘোষিত দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারাদেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি চলছে।