সরকার পতনের এক দফার পদযাত্রা, বিজয়ের লক্ষ্যে জয়যাত্রা : ফখরুল
- আপডেট সময় : ০১:০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে জয়যাত্রা বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গাবতলী থেকে পুরান ঢাকা পর্যন্ত পদযাত্রার আগে, এক সমাবেশে তিনি একথা বলেন। ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের নামে নির্বাচন কমিশন তামাশা করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠা’র এক দফা দাবিতে পদযাত্রা শুরুর আগে, রাজধানীর গাবতলীতে সমাবেশ করে বিএনপি।
সমাবেশে দলের শীর্ষ নেতারা বলেন, জনবিচ্ছিন্ন সরকার পতনের এক দফা দাবি আদায়ের এই আন্দোলন এবার অবশ্যই সফল হবে।
সমাবেশ যোগ দিয়ে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার গণতন্ত্রকে কবরে পাঠিয়ে উপনির্বাচন নিয়ে তামাশা করেছে।
নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে, পদযাত্রাকে বিজয়ের লক্ষ্যে যাত্রা বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ব্যানার, ফেস্টুন হাতে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে, গাবতলী থেকে মগবাজারের দিকে যাত্রা করে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা।
পদযাত্রাটি মিরপুর বাংলা কলেজের সামনে এলে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মিদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এরপর মিরপুর-এক নম্বর, দশ নম্বর গোল চক্কর ঘুরে, কাজীপাড়া, শেওড়া পাড়া, তালতলা, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, এফডিসি হয়ে মগবাজার পৌঁছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মিরা মগবাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। এতে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।