এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় : বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা
- আপডেট সময় : ০৭:৫৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। বিগত সাড়ে চৌদ্দ বছরে গুম-খুনেরও বিচার দাবি করেন গুম হওয়া পরিবারের স্বজনরা। বিকেলে নয়াপল্টনে মহাসমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তারা।
সরকার পতনের একদফার আন্দোলনের অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশে সামিল সারাদেশ থেকে আসা লাখো নেতাকর্মি।
নয়াপল্টনের মহাসমাবেশ ফকিরাপুল মোড়, আরামবাগ, বিজয়নগর, কাকরাইলে মোড় হয়ে শান্তিনগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামে।
ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মুহুর মুহুর শ্লোগানে সমাবেশস্থল ও আশপাশের এলাকা প্রকস্পিত করেন তারা।
তৃনমূল বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশে আসতে পুলিশ দিয়ে বাধা দেয়া হয়েছ।
গুম ও খুন হওয়া ব্যক্তিদের স্বজনরা সরকারের একতরফা শাসনের সমালোচনা করেন।
সরকার পতনে একদফা দাবি বাস্তবায়নে সোচ্চার তৃণমূলের নেতাকর্মিরা।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি সফল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় জানান তারা।
একদফা এখন গণমানুষের দাবি বলে করেন বিএনপির তৃণমূলের নেতাকর্মিরা।