সরকার পরিচালনা করছে দুর্নীতিবাজরা : আমির খসরু মাহমুদ চৌধুরী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সরকার পরিচালনা করছে দুর্নীতিবাজরা অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর।
বর্তমান সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচন ও আলোচনায় অংশ নেবে না, বিএনপি এমন হুঁশিয়ারী দিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ দিকে জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত মানববন্ধনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল গায়েব হয়েছে। নিজেদের দুর্নীতি ঢাকতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।