বিরোধী দলকে মাঠছাড়া করতেই সরকার ফের গায়েবী মামলা ও হামলার পথ বেছে নিয়েছে : ডা. শাহাদাৎ হোসেন
- আপডেট সময় : ১০:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৬০৬ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে বিরোধী দলকে মাঠছাড়া করতেই ৬ মাস আগে থেকে সরকার ফের গায়েবী মামলা ও হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাৎ হোসেন।
দুপুরে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এসময় সম্প্রতি কাজির দেউরী এলাকায় তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা জামালখানের দেয়ালচিত্র ভাংচুর করে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে ৫ শতাধিক বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে গণগ্রেফতার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে এসব ঘটনার জন্য পুলিশ ও ডিবির ৬ জন কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন ডাক্তার শাহাদাৎ হোসেন। এসময় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বকর, আবু সুফিয়ানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।