সরকার বাস্তবতাকে স্বীকার করে না বলেই দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে
- আপডেট সময় : ০৮:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সরকার বাস্তবতাকে স্বীকার করে না বলেই দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। করোনা আক্রান্ত এবং মৃতের সঠিক তথ্যও সরকার দিচ্ছে না বলে মন্তব্য করেছেন তারা। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিকেশে ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা। তারা বলেন, করোনা মোকাবিলায় সরকারের গাফিলতি এবং দুর্নীতি দেশের মানুষকে অসহনীয় অবস্থায় ফেলেছে।
দেশে চলমান করোনা পরিস্থিতি নিয়ে বিএনপির এই ভার্চুয়াল আলোচনার আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার বাস্তবতাকে স্বীকার করে না বলেই করোনা ব্যপকতা লাভ করেছে।
এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জনগণের সরকার নয় বলেই করোনা নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে লুকোচুরি করছে।
অনলাইন আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, করোনা মোকাবেলায় সরকারের গাফিলতি এবং দুর্নীতি দেশের মানুষকে অসহনীয় অবস্থায় পতিত করেছে।
দেশের মানুষকে এই মহামারি থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বিএনপি নেতারা।