সরকার ব্যবসায়ী বান্ধব হওয়ায়, বাজারে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে : ক্যাব
- আপডেট সময় : ০৯:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
জনবান্ধব না হয়ে সরকার ব্যবসায়ী বান্ধব হওয়ায়, বাজারে নিত্যপন্যের দাম বেড়েই চলছে বলে মনে করে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ক্যাবে নেতারা। চলতি বাজেটের ঘাতটি মেটাতে ব্যাংক থেকে অধিক ঋনের সম্ভাবনা থাকায়, মুদ্রাস্ফীতি সামনে আরও বাড়ার আশঙ্কা করেছেন ক্যাব সভাপতি গোলাম রহমান।
করোনা ও তার পরবর্তী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইস্যুতে নিত্যপন্যের দাম বেড়েই চলছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার নানামুখী উদ্যোগ নিলেও তা কোনো কাজেই আসছে না। বরং একের পর এক দাম চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে।
এমন বাস্তবতায় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও করণীয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলয়ন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ – ক্যাব।
বাজার ব্যবস্থায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হচ্ছে বলে মনে করেন ক্যাবের নেতারা। তারা এব্যাপারে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ক্যাবের সভাপতি বলেন, ২০২২/২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ৯.০২ শতাংশ; যা এক যুগে সর্বোচ্চ। তিনি বলেন, চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬ শতাংশ নির্ধারণ করা হলেও বাস্তবে তা বাড়বে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লাগসই নীতি গ্রহণ ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান গোলাম রহমান।