সরকার মনযোগী হলে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে বাংলাদেশ হবে গ্লোবাল লিডার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সরকার মনযোগী হলে ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে বাংলাদেশ হবে গ্লোবাল লিডার, তখন লাল সবুজের সাহায্য নেবে যুক্তরাষ্ট্র, জার্মানীসহ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রগুলো।
এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর সেই লক্ষ্য অর্জণে ক্লাইমেট ডিপ্লোম্যাসিকে জোরদার করা এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জণে মনযোগী হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ আয়োজিত হাইব্রিড সেমিনারে বিশেষজ্ঞরা এসব সম্ভাবনার কথা বলেন। বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সাফল্য বৈশ্বিক পরিমন্ডলে তুলে ধরতে দূতাবাসগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি উন্নত রাষ্ট্রগুলোকে এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা দিতে হবে বলেও স্মরণ করিয়ে দেন বিশেষজ্ঞরা।