সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মত লেখার চেষ্টা করছে
- আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস নিজেদের মত লেখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বর্তমান প্রজন্মকে বিভ্রান্ত এবং মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের সম্পর্কেও ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। আর সরকার সারাদেশে নীল নকশার এক নির্বাচনী বলয় তৈরি করেছে বলে আবারও অভিযোগ তুলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীতে ভিন্ন দুটি অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন।
সারাদেশে চলমান পৌর নির্বাচনী পরিবেশ সম্পর্কে অবহিত করতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় তিনি অভিযোগ করে বলেন, পৌর নির্বাচনে নীল নকশার নির্বাচনী পরিবেশ তৈরি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে সরকার।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির সংবাদ সম্মেলনে কথা বলেন, কমিটির আহ্বায়ক, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এসময় তিনি বলেন, সরকার-মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে । সঠিক ইতিহাস না জানলে দেশের উন্নয়ন টেকসই হবেনা।
তিনি বলেন, বর্তমান সরকারের বাকাশালী আচরণে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ। বিএনপি মুক্তিযুদ্ধের ও মুক্তিযোদ্ধাদের দল বলেই স্বাধীনতার সুবর্ন জয়ন্তী সগৌরবে উদযাপন করছে বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।