সরকার যে কোন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
উপ-নির্বাচনে আগেই ভরাডুবির আশংকায় বিএনপি বরাবরের মতোই মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মহাসড়কে পণ্যবাহী যানবাহন চালকদের জন্য বহুমুখী সুবিধা-সম্পন্ন বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সরকার যে কোন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, নিজ দলের অপরাধীদেরও শাস্তি দেবার সাহস রাখেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা-টাঙ্গাইল-হাটিকুমরল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহন চালকদের জন্য বহুমুখী সুবিধাসম্পন্ন বিশ্রামাগার নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সকল রাজনৈতিক অপকৌশল এখন জনগণের কাছে ধরা পড়ে গেছে।
ওবায়দুল কাদের আরো বলেন, সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিধায় যে কোন দলের গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক রীতিনীতিকে শ্রদ্ধা করে।
সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা, অনিয়ম-দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান জাতির কাছে স্পষ্ট বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।