সরকারকে বিদায় করা ঈমানী দায়িত্ব : বিএনপি নেতারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
ডেঙ্গুর পাশাপাশি সরকারের হাতে হাজারো মানুষ মারছে সরকার, অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরো বলেন, সরকারের দুর্নীতির ছত্রছায়ায় হাতেগোনা কিছু মানুষের হাতে কোটি কোটি টাকা মজুদ হচ্ছে। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর আয়োজিত কর্মসূচিতে তিনি আরো বলেন, এই অরাজকতায় দেশ চলতে পারে না, এজন্যই সরকারের পদত্যাগ জরুরি হয়ে পড়েছে। পরে নেতারা নগরীর বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন।
গাজীপুরে বিএনপির ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের মানুষের কল্যাণে এই সরকারকে বিদায় করা ঈমানী দায়িত্ব।