সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারক চক্রের মূলহোতাসহ ২ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারক চক্রের মূলহোতা ইসমাঈল মাতুব্বরসহ ২ সদস্যকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেফতার করেছে সিআইডি। এদিকে, রাজধানীর বাস, ট্রেনসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের অস্ত্রের মুখে অর্থ হাতিয়ে নেয়া একাধিক চক্রের ৩৭ জনকে গ্রেফতার করেছে রেব। রাজধানীতে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংস্থা দুটির কর্মকর্তারা।
রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাই-মলম পার্টির খপ্পরে পড়ছেন সাধারণ মানুষ ও যাত্রীরা । দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে প্রাণ হারান অনেকে।
এমন একাধিক ছিনতাইকারী ও অজ্ঞানপার্টি চক্রের ৩৭ সদস্যকে রাজধানীর মুগদা, মতিঝিল ও শাহাবাগ থেকে গ্রেফতার করেছে রেব।
ছিনতাই চক্রের সদস্যরা গ্রেফতারের পর জামিন নিয়ে ফের একই কাজ করায় এদের দৌরাত্ম্য কমছে না- সংবাদ সম্মেলনে এমনটাই জানান রেব-৩ এর অধিনায়ক।
এদিকে, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। প্রতারক চক্রের মূলহোতা ইসমাঈল মাতুব্বরসহ ২ সদস্যকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেফতার করা হয় বলে ব্রিফিং জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার।
প্রতারকদের আইনের আওতায় নিতে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান কর্মকর্তারা।