সরকারি চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ডোপটেস্ট হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
সাংবাদিক, পুলিশসহ বিত্তবানরাও মাদক সাপ্লাই চেইনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংশ্লিষ্ট সবাইকেই আইনের আওতায় আনা হচ্ছে। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি চাকরিতে নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদকাসক্ত হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখতে ডোপ টেস্ট করা হবে।
মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভুমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভার্ন্যান্স স্টাডিজ সিজিএস।
এতে অংশ নিয়ে বক্তারা বলেন, দেশের মোট জন সংখ্যার ৩.৩ শতাংশ মানুষ মাদকাসক্ত। বিশেষ করে মাদকের ছোবলে তরুণ সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান ,মাদকের সাথে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবাইকে আইনের আওতায় আনার হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশে ৬০ থেকে ৭০ লাখ মাদকাসক্ত। তাদের চিকিৎসায় মানসম্পন্ন হাসপাতাল করা হচ্ছে।
মাদকের সাপ্লাই কমাতে বিজিবি, কোস্ট গার্ডের সক্ষমতা ও জনবল বৃদ্ধি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।