সরকারি চাকরিজীবীদের আনা হচ্ছে সর্বজনীন স্কিমের আওতায় : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৯৭০ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সার্বজনীন পেনশনের আওতায় সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আনা হচ্ছে।
পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির আন্দোলনের দিকে নজর রাখা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন,সার্বজনীন পেনশনের আওতায় কারা আসবে সেটা সরকারের নির্বাহী বিভাগের সিদ্ধান্ত।শিক্ষকদের সব ধরনের দাবি-দাওয়া সরকারের কাছে জানানোর কথা জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী আরও বলেন, শিক্ষকদের দিয়েই এ স্কিম চালু হচ্ছে আগামী বছর থেকে।