সরকারি ত্রাণের ৫২ বস্তা চালসহ একজন আটক
- আপডেট সময় : ০৫:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৭৮০ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও কিশোরগঞ্জে সরকারি ত্রাণের ৫২ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে তারাকান্দা থেকে চার বস্তা চাল নিয়ে আসছিলেন এক ব্যক্তি। পুর্বধলার হুগলা বাজারে পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয় । এ সময় জিজ্ঞাসাবাদে চালকলে গিয়ে আরো চাল পাওয়া যায়। স্থানীয়রা জানান, করোনা পরিস্থিতিতে ত্রাণ দেয়ার সময় প্রতিদিনই এধরনের ঘটনা ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চালসহ বাচ্চু মিয়া নামে এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
দুপুরে করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট এলাকা থেকে চালসহ তাকে আটক করা হয়। আটক বাচ্চু মিয়া করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হাওর এলাকা থেকে এসব সরকারি চাল পাচার করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে চামড়াঘাট এলাকা থেকে বাচ্চুকে আটক করা হয়। তার কাছ থেকে ২৫ বস্তা উদ্ধার করা হয়।