সরকারি প্রনোদনার দিকে তাকিয়ে আছে কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় দেড় লক্ষাধিক কৃষক
- আপডেট সময় : ০২:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সরকারি প্রনোদনার দিকে তাকিয়ে আছে কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় দেড় লক্ষাধিক কৃষক। পরপর পাঁচ দফা বন্যায় ফসল হারিয়ে নি:স্ব হয়ে পড়লেও, এখনও মেলেনি তেমন কোনো সহযোগিতা। এদিকে, আশ্বাস দিয়েই যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
এবারই প্রথম পাঁচ দফা বন্যায় কুড়িগ্রামের সাড়ে চার শতাধিক চরসহ নিম্নাঞ্চলের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, দেড় লক্ষাধিক কৃষকের ক্ষতি হয়েছে প্রায় আড়াই’শ কোটি টাকা। এ অবস্থায় পরিবারের ভরন-পোষনসহ রবি এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন নিয়ে মহা দুশ্চিন্তায় দিন পাড় করছে তারা।
প্রথম তিন দফা বন্যায়, আমন বীজতলাসহ অন্যান্য ফসল হারিয়েছে চাষীরা। ঘুরে দাঁড়ানোর আশায় ধার-দেনা ও গরু-ছাগল বিক্রি করে জমিতে নতুন করে ফসল লাগিয়েছিল তারা। কিন্তু চতুর্থ ও পঞ্চম দফা বন্যায় সে আশাটুকুও নিরাশায় পরিণত হয়ে যায়।
ফসলের ক্ষতি নিরুপন করে উর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানায়, কৃষি বিভাগ। শিগশিগই প্রণোদনা ও আগামী মৌসুমের জন্য বীজ, সারসহ কৃষি উপকরণ দিয়ে সরকার সহায়তা করবে বলে, আশা করে ক্ষতিগ্রস্থ কৃষক।