সরকারি বাসায় না থাকলে ভাতা পাবেন না কর্মকর্তা-কর্মচারীরা : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত বাসায় না থাকলে তাদের বাড়ি ভাড়া দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভা শেষে সাংবাদিকদের একথা জানান পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। একনেক সভায় তিন হাজার ৩০৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে সংবাদ সম্মেলনে অনুমোদিত ৫টি প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।
এ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বাসা বরাদ্দ নিয়ে না থাকলে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
এছাড়া অনুমোদিত প্রকল্পের ব্যয় সরকার থেকে এক হাজার ২৪৫ কোটি ৩০ লাখ, বৈদেশিক ঋণ ২ হাজার ৪২ কোটি আট লাখ এবং বাকি ২০ কোটি ৯৮ লাখ টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে বলে জানান পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম।