সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধনের শেষ দিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধনের শেষ দিন আজ। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে, নির্বিঘ্নে হজ কার্যক্রম সম্পাদনে আজ সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে সব ব্যাংক।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২-এর মধ্যে থাকা হজযাত্রীদের আজকের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজের লেনদেন শেষ করতে প্রধান কার্যালয়সহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক ব্যাংক শাখা খোলা রাখতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ব্যাংক শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয়। আগামী ৫ জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশের হজ ফ্লাইট যাত্রা।