সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এক বছরেও চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম
- আপডেট সময় : ০৮:২০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে বগুড়া। অথচ সেখানকার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এক বছরেও চালু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। আবার জনবলের অভাবে পড়ে আছে অত্যাধুনিক আইসিইউ বেড। এ নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা।
গেল বছর করোনা সংক্রমণের পর সরকারিভাবে প্রথম চিকিৎসা শুরু হয় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে। সবগুলো ওয়ার্ডে চলে শতাধিক করোনা রোগীর চিকিৎসা। রোগীর চাপ বাড়লেও বাড়েনি চিকিৎসা সুবিধা। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হয়নি আজও। সিলিন্ডারে অক্সিজেন দিয়ে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এক বছর আগে ৮টি অত্যাধুনিক আইসিইউ বেড দেয়া হলেও জনবলের অভাবে এখনও পড়ে আছে। এ নিয়ে ক্ষুব্ধ রোগীর স্বজনরা।
সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে, জানালেন হাসপাতালের আবাসিক চিকিৎসক।
অচিরেই সেন্ট্রাল অক্সিজেন চালু হবে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।
করোনা চিকিৎসায় মোহাম্মাদ আলী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনসহ আধুনিক সব ব্যবস্থা দ্রুত চালু করা প্রয়োজন, মনে করেন এ অঞ্চলের মানুষ।