খুলনায় দুই সরকারি হাসপাতালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৮১০ বার পড়া হয়েছে
কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠেছে খুলনা বিভাগের দুটি সরকারি হাসপাতালের বিরুদ্ধে। মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দামে না কিনে বেশি দামে মেডিকেল যন্ত্রপাতি কেনাসহ নানা অনিয়ম পেয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে এই অনিয়মকে দুর্নীতি বলতে নারাজ মেডিকেলের পরিচালক। আর সুজন বলছে, দুর্নীতিকে অনিয়ম বলে পার পেয়ে যাচ্ছেন অসাধু কর্মকর্তারা।
খুলনা বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতালে ১ কোটি ২৫ লাখ টাকার অনিয়ম পাওয়া গেছে। খুলনা মেডিকেল ও সাতক্ষীরা মেডিকেলের ৮৪ টি কেনাকোটা ও রাজস্ব আদায়ের বিপরীতে অনিয়ম পেয়েছে স্বাস্থ্য বিভাগ।
এই অনিয়মকে দুর্নীতি বলতে নারাজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি বলছেন, অডিট রিপোর্ট দিতে হয় তাই দিয়েছে।
তবে সুশাসনের জন্য নাগরিক সুজন বলছেন, শুধু প্রতিবেদনের ভিতরে সীমাবদ্ধ না থেকে এর বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নাগরিক নেতারা বলছেন, প্রতিবছর অডিটে অনিয়ম ধরা পড়লেও মন্ত্রণালয়কে কোনভাবে ম্যানেজ করে পার পেয়ে যাচ্ছে এ সমস্ত হসপিটালের অসাধু কর্মকর্তারা ।