সরকারিভাবে ১০ লাখ টনেরও বেশি চাল-গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার
- আপডেট সময় : ০৬:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ থাকার পরেও, সরকারিভাবে ১০ লাখ টনেরও বেশি চাল-গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে ভারত ও ভিয়েতনাম থেকে ৩ লাখ ৩০ হাজার টন চাল এবং রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ববাজারে দাম বাড়ার অজুহাতে দেশের বাজারেও সব পণ্যের দামই বেড়ে চলেছে। তার মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে খাদ্যশস্যের বাজারই বেশি অস্থির। এমন পরিস্থিতি সামাল দিতে বেসরকারিভাবে আমদানির পাশাপাশি বিদেশ থেকে সরকারিভাবেও ১০ লাখ টন খাদ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে খাদ্যমজুদ ও সংগ্রহ পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এসময় তিনি বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার পরও ব্যবসায়ীদের কারসাজিতে চালের বাজার অস্থির। আড়তগুলোতে কারা দাম বাড়াচ্ছে তার খবর দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান মন্ত্রী।
সরকারি খাদ্য গুদামগুলোতে ধান-চাল ও গম মিলিয়ে বর্তমানে প্রায় ২০ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এমন পর্যাপ্ত মজুদের পরও বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার আমদানীর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত খোলাবাজারে ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান খাদ্যমন্ত্রী।