সরকারের অবহেলা, দুর্নীতি ও ভ্রান্ত নীতির কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে
- আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
করোনাকালে সরকারের চরম অবহেলা, দুর্নীতি ও ভ্রান্ত নীতির কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রেডজোন লকডাউন নিয়ে বিভ্রান্তি হাওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, পুরো দেশে করোনা মোকাবিলার জন্য যে পরিককল্পনা তার পুরোটাই অনুপস্থিত। যার কারণে হাসপাতালগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে। দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসকদলের ওষুধ বিতরণ কর্মসূচিতে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তিনি । এসময় তিনি প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয়তাবাদী হোমিওপ্যাথিক চিকিৎসকদলের উদ্যোগে “হোমিওপ্যাথিক করোনা ভাইরাস প্রতিষেধক ওষধ” বিতরণের এই আয়োজন। এতে করোনা রোগিদের হাতে আর্সেনিক থার্টি। ব্রাইনিয়া থার্টি নামের দুটি ওষুধ তুলে দেন চিকিৎসকরা।
এতে অনলাইনে যুক্ত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর বলেন, সরকার শুরু থেকেই বৈশ্বিক মহামারি করোনা উপেক্ষা করেছেন। অবহেলা করায় চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভেঙ্গে পড়েছে।
এসময় দেশে রেডজোন নিয়ে সরকার বিলম্ব করায় কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল।
সরকারের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ সবচেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, দেশের এই চরম দু:সময়ে দুর্নীতিতে ভরে গেছে পুরো স্বাস্থ্য বিভাগ।