সরকারের আলোচনার সুযোগ রাখা উচিত ছিল: হারুন-উর রশীদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
হেফাজতের আন্দোলন থামাতে সরকারের আলোচনার সুযোগ রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ এর বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন-উর রশীদ।
সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। হেফাজত প্রশ্নে বিএনপির ভুমিকা প্রশ্নবিদ্ধ- আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের এমন অভিযোগের জবাবে হারুন-উর রশীদ বলেন, সরকার বিরোধী মত প্রকাশের কোন সুযোগ দিচ্ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রসঙ্গে বিএনপির কোন নেতিবাচক অবস্থান কখনোই ছিল না। হেফাজতের আন্দোলন নিয়ে বিএনপিকে সরকার উদ্দেশ্যমূলকভাবে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি।