সরকারের কর্তা-ব্যক্তিদের হুঁশিয়ারির পরেও বন্ধ হচ্ছে না পরিবহন খাতে নৈরাজ্য

- আপডেট সময় : ০৭:৫৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সরকারের কর্তা-ব্যক্তিদের নানা হুঁশিয়ারির পরেও বন্ধ হচ্ছে না পরিবহন খাতে সীমাহীন নৈরাজ্য। এখনো আদায় করা হচ্ছে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া। ফলে প্রতিদিনই যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ঘটছে অপ্রীতিকর ঘটনা। যাত্রীদের অভিযোগ, সরকারের নজরদারির অভাবেই বন্ধ হচ্ছে না এই খাতের বিশৃঙ্খলা।
সকাল দশটা……..মিরপুর-১ নম্বরের চিত্র এটি। এখনো অফিসে যেতে ব্যস্ত যাত্রীরা।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের যে চাপা ক্ষোভ যাত্রীদের, সেটি গণমাধ্যমকর্মীদের দেখেই বেড়ে গেল কয়েক গুণ।
তাদের দাবি, সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি আদায় করছে বাস কন্ডাক্টররা। বলছে মালিক-শ্রমিক সিন্ডিকেটের কাছে জিম্মি সাধারণ যাত্রীরা।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন ভাড়া নিয়ে মালিক-শ্রমিকদের এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে সরকার কঠোর নজরদারি চান ভুক্তভোগীরা।