সরকারের দুর্নীতির কারণে প্রতিদিন বাড়ছে জিনিসপত্রের দাম : ফখরুল
- আপডেট সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকারের দুর্নীতির জেরে দেশে প্রতিনিয়ত জিনিষপত্রের দাম বাড়ছে। সাধারণ মানুষের কষ্ট কমাতে সরকার পতনের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের মানববন্ধনে একথা বলেন তিনি। আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।
কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা আব্বাস অভিযোগ করেন, জনগণের জুলুম নিয়ে কথা বললেই গ্রেফতার নির্যাতন করা হচ্ছে।
গণমিছিল, পদযাত্রার পর ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের মহানগর ও জেলা শহরে যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে মানববন্ধন করে বিএনপির ।
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের মানববন্ধনে অংশ নিতে সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে।
এসময় শ্লোগানে মুখরিত হয়ে পড়ে ফকিরাপুল থেকে নাইটঙ্গেল মোড়। আন্দোলনকে আরও বেগবান করে সরকার পতন না করে বিএনপি ঘরে ফিরবে না বলে দাবি ছিলো নেতাকর্মীদের কন্ঠে।
এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, বিএনপিকে পাহাড়া দেয় আওয়ামী লীগ। অন্যদিকে ব্যাংকের টাকা দিনেদুপুরে লুট হয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই।
সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীনদের সমস্যা হচ্ছে। জনগণকে পরিহাস করে আর ক্ষমতায় ঠিকে থাকার সরকারের সম্ভব নয়।
সরকার আবারো গ্রেফতার শুরু করে বিরোধীদলের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে। এর মাধ্যমে বিএনপির আন্দোলন স্তব্ধ করা যাবে না বলেও জানান তিনি।
তিনি আবারো হুঁশিয়ারী দেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। ১৮ মার্চ প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।