সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৮১৯ বার পড়া হয়েছে
সরকারের ধারাবাহিক চেষ্টায় ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান ও জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াঙ্গনে আধুনিকতার ভিত শেখ কামাল রচনা করেছিলেন বলে জানান তিনি। শেখ কামাল বেঁচে থাকলে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে পারতো বলে জানান, শেখ হাসিনা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শেখ কামালের সাংগঠনিক দক্ষতার কারণেই বাংলাদেশের সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্র বর্তমান পর্যায়ে এসেছে। শেখ কামাল বেঁচে থাকলে ক্রীড়াঙ্গন আরও এগিয়ে যেতো বলেও মন্তব্য করেন তিনি।
জাতির উন্নতিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্নতির গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় আট ক্যাটাগরিতে দশ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।