সরকারের নানামুখি উদ্যোগের কারণে দেশের করোনা পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে

- আপডেট সময় : ০৭:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সরকারের নানামুখি উদ্যোগের কারণে দেশের করোনা পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন হাসপাতালে এস আলম গ্রুপের চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্টানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, শাহেদ এবং জেকেজি’র বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল। তবে তাদের সরকার ঠিক সময়ে ধরতে পেরেছে মন্তব্য করেন মন্ত্রী। বিএনপিকে ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ আছে যারা শুধু টিভি দেখেই সরকারের সমালোচনা করেন। অথচ মাসের পর মাস তারা নিজেরায় ঘর থেকে বের হন না। জনগনের সঙ্গে তাদের কোন সম্পর্কও নেই। অনুষ্টানে অন্যান্যের মধ্যে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, সিটি মেয়র আজম নাছির উপস্থিত ছিলেন।