সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি মিলবে না : দাবী বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
এই সরকারের পতন ছাড়া জনগণের মুক্তি মিলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মিথ্যা বক্তব্য বারবার দিয়ে তা সত্যে পরিণত করাই আওয়ামী লীগের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। জিয়াউর রহমানকে নিয়ে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্বহীন বক্তব্যকে অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
সংগঠনের চার যুগপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে। এতে সাংবাদিকদের পাশাপাশি বিএনপিসহ সমমনা রাজনীতিবিদরা অংশ নেন।
জনগণে ভোটাধিকার প্রতিষ্ঠায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে, নির্দলীয় সরকার ব্যবস্থার দাবি থেকে দৃষ্টি ফেরাতে সরকার অবান্তর ইস্যু সামনে নিয়ে আসছে।দেশ ও জাতির কল্যাণে নতুন কৌশল বের করার পরামর্শ দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য সরকারের দায়িত্বশীলদের জন্য অশোভনীয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠায় যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে।
সব দল ও শ্রেণি-পেশার মানুষ প্রস্তুতি নিয়ে রাজপথে নামলে সরকার পতন অনিবার্য বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।