সরকারের পরিকল্পনা বাস্তবায়নের কারণেই দেশ বদলে গেছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
জনগণ কতটা লাভবান হবে, সে বিবেচনা থেকে প্রকল্প নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নের কারণেই দেশ বদলে গেছে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ–আইইবি’ ৬১তম কনভেনশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। দেশের সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে উন্নয়ন সচল রাখতে প্রকৌশলীদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের আইইবি’ ৬১তম কনভেনশনের প্রতিপাদ্য-ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। রাজধানীর রমনায় আইইবি প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দ্রুত উন্নতির কৌশল খুঁজে বের করতে প্রকৌশলীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে কিভাবে উন্নয়ন সচল রাখা যায় সে বিষয়েও তাদের লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি।
সরকারের যথাযথ পরিকল্পনা ও সঠিক বাস্তবায়নের কারণেই দেশ বদলে গেছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়ন পরিকল্পনা হতে হবে পরিবেশ বান্ধব।
প্রয়োজন বিবেচনায় প্রকল্প হাতে নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী। অহেতুক কেউ যেন সম্পদ অপচয় না করে সে দিকেও লক্ষ্য রাখার তাগিদ দেন তিনি।
সড়কের নির্মাণ ব্যয় নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের দেশের মাটি সম্পর্ক ধারণা নেই উল্লেখ শেখ হাসিনা বলেন, তৃণমুল থেকে উন্নয়নই করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।
দেশের মানুষের মেধা কাজে লাগিয়ে আরও উন্নয়ন ও টেকশই দেশ গড়ার প্রত্যাশয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।