সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজদেরও খোঁজ নেয়া হচ্ছে
- আপডেট সময় : ০৮:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
শুধু আওয়ামী লীগের নয় বরং অন্যান্য দল ও সরকারের বিভিন্ন সেক্টরের দুর্নীতিবাজদেরও খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে এমনটি জানান তিনি। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই দলে ঠাঁই দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সবশেষ ২০০৬ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়েছিলো ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৩ বছর পর এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিলো বাড়তি উচ্ছ্বাস।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অপকর্মের সঙ্গে যুক্তদের দল থেকে বহিস্কার করতে শাখা সংগঠনগুলোর প্রতি নির্দেশ দেন ওবায়দুল কাদের।
সরকারের চলমান অভিযানে দলীয় বিবেচনায় কাউকে ছাড় দেয়া হবে না, জানিয়ে কাদের জানান, প্রশাসনের বিভিন্ন সংস্থার দুর্নীতিবাজরাও কোনো মতেই পার পাবে না।
সম্মেলন অনুষ্ঠিত হলেও আগামী ১৬ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিলের দিন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার কমিটি ঘোষণা করা হবে।