সরকারের বিরুদ্ধে অভিযোগ করাই এখন বিএনপির রাজনৈতিক মূখ্য উদ্দেশ্য: হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কোন ইস্যু থাক বা না থাক সরকারের বিরুদ্ধে অভিযোগ করায় এখন বিএনপির রাজনৈতিক মূখ্য উদ্দেশ্য ” এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি।
রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সম্মিলিত সামাজিক জোটের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে যুব সমাজ ও সামাজিক সংগঠনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার চেয়ারম্যান ড.আমানুর আমান’র সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মাহাববুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্মিলিত সামাজিক জোটের পৃষ্ঠপোষক অজয় সুরেকা প্রমুখ।