বিপক্ষ মতের বিকাশ ছাড়া গণতন্ত্র সমৃদ্ধ হয় না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সরকারের মতের বিরুদ্ধে কিছু বললেই নির্যাতনের খড়গ নেমে আসে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপক্ষ মতের বিকাশ ছাড়া গণতন্ত্র সমৃদ্ধ হয় না। সকালে জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খোন্দকার মোস্তাহিদুর রহমানের স্মরণ সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, এমন স্বৈরতান্ত্রিক পরিস্থিতি থেকে নিস্তার পেতে শুধু বিরোধী রাজনৈতিক দলই নয়, আপামর জনগণকেও রাজপথে নামতে হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি খন্দকার মুস্তাহিদুর রহমান স্মরণে রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করে শত নাগরিক কমিটি। এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি অভিযোগ করেন, বিনা উস্কানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মসূচিতে হামলা চালিয়েছে ক্ষমতাসীনরা।
সরকার গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে দাবি করে এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।