সরকারের হুঁশিয়ারিতেও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ
- আপডেট সময় : ০২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
সরকারের হুমকি-ধামকি উপেক্ষা করে পেঁয়াজের দামের ঝাঁজ আরো বেড়ে এখন ৯০ টাকা ছুঁয়েছে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী এবছর উৎপাদান ভালো হবার পরেও হঠাৎ কেন পেঁয়াজের দামের এ উর্ধগতি তা নিয়ে বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে বাজারে চিনির কেজি ১৬০ টাকা ছাড়ানোর পরেও তা পাওয়া যাচ্ছে না। আর ৬০ টাকা কেজির কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২শ’ টাকায়। ৮০ টাকা কেজির নীচে কোনো সবজি মিলছে না। এতে ব্যয় মিটাতে হিমশিম মানুষ প্রয়োজনের অর্ধেক কেনাকাটাও করতে পারছেন না।
গত ক’মাসে ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে পারছেন না ঢাকায় পড়তে আসা শিক্ষার্থীরাও। তারা প্রয়োজনের তুলনায় কম খেয়ে ভুগছেন অপুষ্টিতে।
এদিকে দু’সপ্তার ব্যবধানে কেজিতে ৪০ টাকা দাম বাড়ার পরেও, বাজারে মিলছে না চিনি। ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা কম সরবরাহ দিয়ে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি নিচ্ছেন।
প্রতিদিনই লাফিয়ে বাড়া পেঁয়াজের কেজি ৯০ টাকা ছুঁয়েছে। আদাসহ অন্যান্য মশলার দামও বাড়তি। আলুর কেজি ৪০ টাকা।
আগের দামেই অপরিবর্তিত রয়েছে চাল ও আটার দাম।
মাংসের দাম আগেই চলে গেছে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এখন মাছের দামও বাড়ছে পাল্লা দিয়ে। আমিষের সহজ যোগান পোল্ট্রি মুরগীর দামও বেশ চড়া। আর গরুর মাংস উঠেছে ৮শ’ টাকা কেজিতে।
এদিকে, বাজারে ৮০ টাকার নীচে কোনো সবজি নেই। করোলা বিক্রি হচ্ছে ১০০ টাকায়। কাঁচামরিচের কেজি ১৮০ থেকে ২শ’ টাকা।
সরকারের সঠিক তদারকি নেই বলেই বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি বলে মনে করে সাধারণ মানুষ।