সরবরাহ ভাল থাকলেও বাড়ছে মাছের দাম
- আপডেট সময় : ০২:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মাদারীপুর শহরের পুরানবাজার আড়তে সরবরাহ ভাল থাকলেও বাড়ছে মাছের দাম। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা বলছে, লকডাউনের কারণে কেনা-বেচায় ভাটা পড়েছে। এদিকে, একই জায়গায় খুচরা ও পাইকারি বাজার থাকায় ক্ষতি হচ্ছে বলে জানায় সমিতির নেতারা।
ভোর হলেই পাইকার আর আড়ৎদারের হাকডাকে সরব হয়ে ওঠে মাদারীপুর শহরের পুরানবাজার মাছের আড়ৎ। এখানে পুকুর, জলাশয় ও বিলের মাছের চাহিদা বেশি। অবশ্য বিভিন্ন নদ-নদীর মাছও পাওয়া যায় নিয়মিত। তবে, লকডাউনে ক্রেতা কমে যাওয়ায় হতাশা ব্যবসায়ীরা।
পাইকাররা এখান থেকে মাছ কিনে বিক্রি করে খুচরা হাট-বাজারে। তবে, মনিটরিং না থাকায় মাছের দাম বাড়ছে। এতে ক্ষোভ জানায় ক্রেতারা।
ব্যবসায়ী নেতারা জানান, একই জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি হওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকিতে আছেন তারা। পৌরসভার নতুন আড়ৎ দ্রুত চালুর দাবি করেন তারা।
শহরের পুরানবাজার মাছের আড়তে প্রতিদিন অর্ধকোটি টাকার মাছ কেনা-বেচা হয়। ৬০ জন আড়ৎদার, দু’শ মাছ ব্যবসায়ী ও এক হাজার শ্রমিক এখানে কাজ করে।