সরবরাহে ঘাটতি না থাকলেও, যশোরে বেড়েই চলেছে চালের দাম
- আপডেট সময় : ০২:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
সরবরাহে ঘাটতি না থাকলেও, যশোরে বেড়েই চলেছে চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছ’টাকা। মজুতদাররা কৌশলে দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। চালের দাম স্বাভাবিক রাখতে তাই নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের।
অনেক আগেই নতুন ধান উঠেছে। তারপরও যশোরে চালের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে পাঁচ থেকে ছ’টাকা বেড়েছে। শহরের বড়বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৪২ টাকা। কাজল লতা, বাসমতি এমনকি মোটা চালও বিক্রি হচ্ছে বাড়তি দামে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ করায় দাম বেড়েছে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে ধানের দাম বেশি। ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করা হচ্ছে। সুষ্ঠু মনিটরিং করার দাবি তাদের। নিয়মিত বাজার মনিটরিং করা হয় বলে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যশোরসহ আশে-পাশের জেলাগুলোতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে শতভাগ। ফলে কোনো অজুহাতে চালের লাগামহীন দাম মেনে নিতে নারাজ সাধারণ ক্রেতারা।