সারাদেশে ‘সর্বজনীন পেনশন কর্মসূচি’ চালু
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
সারাদেশে ‘সর্বজনীন পেনশন কর্মসূচি’ চালু হয়েছে আজ। দেশের চার শ্রেণীর প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
গোপালগঞ্জে সর্বজনীন পেনশন স্কীম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে ভার্চুয়ালী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ শেখ মনি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বাগেরহাটে টেকসই ও সুসংগঠিত নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার লক্ষ্যে চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সর্বজনীন পেনশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। বীমার চারটি স্কিমের মধ্যে সুরক্ষায় চিংড়ি ঘেরের শ্রমিক ১ হাজার টাকা ও প্রগতিতে একজন এনজিও কর্মী ২ হাজার টাকার রেজিস্ট্রেশন করেছেন।
রংপুরে সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী এ চারটি স্কিম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এসময় রংপুর জেলা প্রশাসন কার্যালয় প্রান্তে যুক্ত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা।