সর্বাত্মক চেষ্টা করেও করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সর্বাত্মক চেষ্টা করেও করোনাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসপাতাল, আইসিইউ, দ্রুত চিকিৎসা দিতে নানামুখী উদ্যোগ কোন কিছুই কাজে আসছে না। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, করোনার কারণে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এক পর্যায়ে অনেকটা কমিয়ে আনা গেলেও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে। নিজের, পরিবারের, অর্থনীতির সর্বোপরি রাষ্ট্রে ও দেশের জন্য ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এবারে স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিলো ‘সকলের জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি’।