সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে দেশ ধর্ষণমুক্ত হবেঃ ফজিলাতুন নেসা ইন্দিরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে দেশ ধর্ষণমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তবে শুধু আইন ও সরকার দিয়ে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, ধর্ষকের পরিচয় ধর্ষকই। তার আরো কোনো পরিচয় থাকতে পারে না। এখানে পরিবারেরও দায়িত্ব অনেক। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করায় নারীর ক্ষমতায়ন আরো একধাপ এগিয়ে গেলো বলে দাবি করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।