সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে সততা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দিতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চেতনাসহ সততা, দক্ষতা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে ন্যায়নীতির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে সশস্ত্র বাহিনী পরিষদের সভায় দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি। এ সময় করোনাকালে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে দুঃসাহসিক প্রশিক্ষণে সাফল্যের জন্য ২৭ নারী সেনা-কর্মকর্তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সামরিক প্রশিক্ষণের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে উল্লেখ করে আধুনিক জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সশস্ত্র বাহিনী পরিষদ ২০২০-এর প্রথম পর্বে গণভবন থেকে ঢাকার সেনাসদর এবং নৌবাহিনী ও বিমান বাহিনী সদর দপ্তরের সাথে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদোন্নতির ক্ষেত্রে দক্ষতার পাশাপাশি শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও পেশাদারিত্বের বিষয়ে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষমদেরও বিবেচনায় আনতে হবে।
এ সময় জাতিসংঘে সশস্ত্রবাহিনীর নারী সদস্যদের সাফল্য নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবদিকে নজর রেখেই সশস্ত্র বাহিনীকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বাহিনী গড়তে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।