সহসাই নিজস্ব নামে এবং নিজস্ব ব্র্যাণ্ডে গাড়ী তৈরী করতে পারবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সহসাই নিজস্ব নামে এবং নিজস্ব ব্র্যাণ্ডে গাড়ী তৈরী করতে পারবে বাংলাদেশ। এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেকচারারস এসোসিয়েশন ‘বামা’।
দুপুরে ইন্ডিয়া বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এর আগে বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। অনুষ্ঠানে ২০টি ভারতীয় এবং ১৭টি বাংলাদেশী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত মোটর্স পার্টসের খুচরা যন্ত্রাংশ প্রদর্শন করেন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আইবিসিসিআই সভাপতি বলেন, নিজস্ব ব্রাণ্ডের গাড়ী তৈরীতে বাংলাদেশের আগ্রহে ইতিবাচক সাড়া দিয়েছে ভারত।