সহিং’সতা উস্কে দিয়ে বিএনপি এখন অশান্তির পথে : কাদের
- আপডেট সময় : ০১:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সহিংসতা উস্কে দিয়ে বিএনপি এখন অশান্তির পথে হাঁটছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলের বক্তব্যে তা আরও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, তারা এখন শান্তিপূর্ণ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে চায়। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হিরো আলম ইস্যুতে রাষ্ট্রদূতদের বিবৃতি ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর বনানীতে সেতুভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।
পরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সরকার ও বিরোধী দলের সঙ্গে সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশি হাইকমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন বলেও জানান তিনি ।
নির্বাচনে অংশ নিতে বিএনপি’র শর্ত সংবিধান বিরোধী বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ।
এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট প্রকাশিত একটি সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
পরে রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হিরো আলম প্রসঙ্গে রাজনৈতিক দলের মত আচরণ করছেন রাষ্ট্রদূতরা।
বিএনপি সহিংসতার রাজনীতি শুরু করেন অভিযোগ করে, বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করার হুশিয়ারি দেন ড. হাছান মাহমুদ।