সহিংসতা করতে চাইলে বিএনপিকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে : কাদের
- আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
দেশে সহিংসতা করতে চাইলে বিএনপিকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার সাহসিকতা, মানবিকতা ও দুরদর্শিতা বাংলাদেশকে যেমন এগিয়েছে তেমনি নানা ষড়যন্ত্রমূলক কাজ বিএনপিকে আরো একধাপ পিছিয়ে দিয়েছে।রাজধানীতে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন ওবায়দুল কাদের।
রোববার সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিরার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দুস্থদের মাঝে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।
এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, শেখ হাসিনা আজ বিশ্ব নেতাদের কাতারে। তার কর্মদক্ষতা ও সাহসিকতায় বিশ্বের মুকুটমনি হিসেবে স্বীকৃত বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দলটির প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘে শেখ হাসিনার বক্তব্য সারা দুনিয়ায় সাড়া ফেলেছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে বিএনপি কোন সহিংসতা করতে চাইলে, তা কঠোর হাতে দমন করা হবে। অনুষ্ঠান শেষে দু:স্থদের মাঝে রিক্সা, ভ্যন বিতরণ করা হয়।