সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতে নির্বাচন করার আহ্বান ইসির
- আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
সহিংসতা বাদ দিয়ে অহিংস পদ্ধতিতে নির্বাচন করার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক আস্থা থাকা দরকার, যেনো সার্বিকভাবে একটা আস্থার রাজনীতি তৈরি হয়। সকালে নির্বাচন ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠকশেষে একথা বলেন সিইসি। এসময় জাতীয় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, ভোট দেয়া না দেয়া একজন নাগরিকের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্ত। জোর করে ভোট আদায়ের কোন সুযোগ নেই।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠক করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে নির্বাচনের আগে,নির্বাচনকালীন এবং নির্বাচনের পর যেন কোনো ধরণের মানবাধিকার লঙ্ঘন না হয়, সে বিষয়ে সুনির্দিষ্ট গাইডলাইন আনুষ্ঠানিকভাবে ইসিকে হস্তান্তর করে মানবাধিকার কমিশন। প্রার্থীরা যাতে উত্তেজনা তৈরি করতে না পারে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে সুরক্ষিত থাকে ও জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারে সেটাই দেখতে চায় মানবাধিকার কমিশন। বৈঠক শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, নির্বাচনে কেউ অংশ না নিলেও সেটি তার অধিকার। কেউ ভোট না দিলেও তার ইচ্ছা। এক্ষেত্রে জোর করা যাবে না। আর কেউ দিতে চাইলে, তাকে বাধা দেয়া অন্যায়।
আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কম বিধায় নির্বাচনকালীন সহিংসতা থেকে যায়। শাসক দলের সবাই আচরণবিধি ভঙ্গ করছে, তা ঠিক নয় জানিয়ে তিনি বলেন,এখন পর্যন্ত খুব বেশি অভিযোগ পায়নি ইসি। তবে কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পোস্টার ছেঁড়া হয়েছে। প্রশাসন তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। গণমাধ্যমের ভূমিকা অনেক সময় প্রশ্নবিদ্ধ থাকে। যতটুকু প্রয়োজন কেটে দিয়ে আসল ঘটনা অনেক সময় আড়াল করা হয় বলেও জানান কাজী হাবিবুল আউয়াল।