সাংবাদিক শিরীন আবু আকলেহ’র দাফনের আগে শোকাহত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ
- আপডেট সময় : ০২:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরীন আবু আকলেহ’র দাফনের আগে শোকাহত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি অধিকৃত পূর্ব জেরুজালেমের সেন্ট জোসেফ হাসপাতাল প্রাঙ্গণে শিরীন হত্যার প্রতিবাদের পাশাপাশি পতাকা উড়াতে থাকে ফিলিস্তিনিরা। তখনই একদল মুখোশধারী ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
খবরে বলা হয়েছে, সাংবাদিক শিরীনের কফিন বহনকারী ফিলিস্তিনিদের স্লোগান দিতে দেখা যায়। প্রচণ্ড ভিড়ের মধ্যে লাঠিচার্জ করে ইসরায়েলি পুলিশ। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেখানে। ধাক্কাধাক্কিতে কফিনটি পড়ে যাওয়ার উপক্রম হয়। ইসরায়েলি পুলিশ সদস্যদের লাঠিচার্জের জবাবে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় ক্ষুব্ধ ফিলিস্তিনিদের। গেল বুধবার জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন শিরীন আবু আকলেহ। এ সময় দখলদার বাহিনীর গুলিবর্ষণের শিকার হন তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।