সাইনবোর্ড পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় জড়িত জেএমবি’র ২ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সাইনবোর্ড ট্রাফিক বক্সে পুলিশের উপর বোমা হামলার ঘটনায় জড়িত নব্য জেএমবি’র ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল এ্যাকশন গ্রুপ।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থার প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, রোববার রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মোহাম্মদ শফিকুর রহমান হৃদয় ওরফে ক্যাপ্টেন খাত্তাব ও মোহাম্মদ খালিদ হাসান ভূঁইয়া ওরফে আফনানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় পদার্থ, ৩টি বিউটেন গ্যাসের ক্যান, ১সেট রিমোট কন্ট্রোল ডিভাইস, ৪ প্যাকেট ছোট সাইজের বিয়ারিং বল ও আইইডি তৈরীর ম্যানুয়াল ও হামলায় ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত পলাতক অভিযুক্তদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান, সিটিটিসি প্রধান।