সাইবার অপরাধের বেশি শিকার নারীরা
- আপডেট সময় : ০৮:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পুরুষের চেয়ে নারীরা বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন। বেশিরভাগ নারীরা পর্নোগ্রাফি আর পুরুষরা মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ের শিকার হচ্ছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ভুক্তভোগী নারীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করে প্রতিকার পেয়েছেন বলেও গবেষণায় উঠে আসে। রাজধানীর ক্র্যাব মিলনায়তনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি।
সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার রোধে ক্র্যাব মিলনায়তনে ‘সাইবার অপরাধ প্রবণতা-২০২২’ শীর্ষক সেমিনারের আয়োজন করে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
এতে প্রতিবেদন তুলে ধরেন গবেষণা দলের প্রধান ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মনিরা নাজমী জাহান। অনলাইনে কেনাকাটা করে নারীরা বেশী হয়রানীর শিকার হচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সক্ষমতার অভাব রয়েছে মনে করেন সংশ্লিষ্টরা।
১৮ বছরের আগে কাউকে ফোন ব্যবহারের নিরুৎসাহিত করতে পরামর্শ দেন তারা। পাশাপাশি জনসচেতনতার প্রতিও জোর দেন সংশ্লিষ্টরা।