সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্মিত ৩৪ বলে ৩৫ রান করে। এর আগে অস্ট্রেলিয়াকে মাত্র ১১৯ রানের লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুটা হয়েছিল দারুণ। দুই বাউন্ডারিসহ প্রথম ওভারে ১১ রান নিয়ে শুরু করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। শুরুর ছন্দ দেখে মনে হয়েছিল, অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জ দিতে পারে দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় ওভার থেকেই ব্যাটিংয়ে ধস নামে প্রোটিয়াদের। হারিয়ে ফেলে গুরুত্বপূর্ণ ব্যাটারদের।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন এইডেন মার্করাম।
আবুধাবিতে ইনিংসের প্রথম ওভারে ভালো কিছুর আভাস দিয়েও ছন্দ ধরে রাখতে পারেনি দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই অধিনায়ক টেম্বাকে হারায় তারা। অসি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে ফেরেন অধিনায়ক। সাত বলে ১২ রান করেন তিনি।