সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
বিতর্ক যেন পিছু ছাড়ছেই না সাকিব আল হাসানের। বেট-উইনার কাণ্ডের এক মাস না যেতেই এবার টাইগার অলরাউন্ডারের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ উঠেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুসন্ধানে শেয়ারে ব্যাপক কারসাজির তথ্যপ্রমাণ পাওয়া গেছে। এতে অন্যদের সঙ্গে নাম উঠে এসেছে মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান-ক্রিকেটার সাকিব আল হাসান এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের। তবে বিষয়টি ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত না হওয়ায় এ বিষয়ে মাথা ঘামাতে চান না বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আফগানিস্তানের মোহাম্মদ নবিকে টপকে টি-টুয়েন্টির অলরাউন্ডারের রেংকিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব আল হাসান। আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ করা টি-টুয়েন্টি রেংকিংয়ের এই পরিবর্তন হয়েছে।