সাগর নন্দিনী জাহাজে বিস্ফোরণ : উদ্ধারে এগিয়ে না আসার অভিযোগ কোস্টগার্ডের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৬:৩০:০১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৮১৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজে দ্বিতীয়বারের মতো বিস্ফোরণের কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে দুটি পক্ষ। জাহাজের কর্মীরা বলছেন, তেল অপসারণের সময় সাবমার্সিবল পাম্প চালু করতেই বিস্ফোরণ ঘটে। এরপরই আগুন ধরে যায়। আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, সিগারেটের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা।
শনিবার দুপুরে প্রথমে নন্দিনী-২’এর ইঞ্জিনরুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে। এতে চারজন মারা যান এবং দগ্ধ হন চারজন। পরে সোমবার নন্দিনী-২’এ দ্বিতীয়দফা বিস্ফোরণ হয়। এতে আহত হন ৯ পুলিশ সদস্যসহ ১৪ জন। আহত প্রত্যক্ষদর্শী মো. কাইয়ুম বলেন, তেল অপসারণের সময় সাব-মার্সিবল পাম্প চালু করতেই বিস্ফোরণ ঘটে। অন্যদিকে ফায়ার সার্ভিস ঝালকাঠির স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় তেল অপসারণের কাজ বন্ধ ছিল। তাই সাবমার্সিবল পাম্প থেকে আগুন লাগার কারণ নেই। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে.. জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণের সময় দগ্ধ ও আহতদের উদ্ধারে এগিয়ে না আসার অভিযোগ উঠেছে কোস্টগার্ডের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা এই অভিযোগ করেন।